0
বই : একটু উষ্ণতার জন্য
লেখক : বুদ্ধদেব গুহ
বুদ্ধদেব গুহ'র প্রেমের উপন্যাস মানেই অন্যরকম একটা ফ্লেভার থাকবেই। বুদ্ধিমান পাঠকের জন্য ইশারায় যথেষ্ট।
যেখানেই নরনারী শব্দটা আসবে সেখানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত " প্রেম" শব্দটা আসবেই। প্রেম, নারী এবং পুরুষ একে অপরের সাথে সবচেয়ে আদিম সম্পর্ক এবং সবচেয়ে জঠিল, দুর্ভেদ্য সম্ভবত। সেই সম্পর্ক কে যতোভাবে যাচাই করা যায়, বিশ্লেষণ করা যায় তার প্রত্যেকটি চেষ্টার ছাপ পাওয়া যায় বুদ্ধদেব গুহ'র লেখনীতে। একজন পুরুষ কতোটা আদিম হতে পারে, কতোটা প্রবল হতে পারে তার প্রবৃত্তি, কিংবা কতোটা ঝুঁকি নিতে পারে নিজের ভালোবাসাকে প্রতিষ্ঠিত করতে তার সবটুকুই বুদ্ধদেব' নায়ক কে বিশ্লেষণ করলে পাওয়া যাবে।
সুকুমার একজন বিখ্যাত লেখক। ছুটি তার একনিষ্ঠা পাঠিকা। লেখক পাঠিকার এই সম্পর্ক ফাটল ধরায় লেখকের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে। নানা কথার ফোঁরন আর অপবাদের তীক্ষ্ণ ফলা তীব্র থেকে তীব্রতর, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতম করে সুকুদা-ছুটির কখনো স্বর্গীয় কখনো শারীরিক সুখের আবদ্ধ প্রেম কে।
" তুমি আমার সামনে বসে আছ,এই তোমার সমস্ত তুমি, তোমার মন,তোমার সুগন্ধি শরীরের তুমি,এই সমস্ত তুমিই ত আমার, চিরদিনের। যে চিরদিনের, যা বরাবরের তাকে অত তাড়াতাড়ি পেতে নেই। তোমার শরীর ত আমারই -- যখনই আমি পেতে চাইব, তখনই পাব।এর জন্য এই অধীরতা কেন তোমার"
সুকুমারের প্রেমহীন মরুভূমি জীবনে ভালোবাসার শীতল স্রোত হয়ে ছুটি আসে। নানা রঙ এ সাজাতে থাকে সুকুর জীবনের ডালাপালা।
"কী যে ভালো লাগে, কী যে ভালো লাগে কী বলব।ওর কাছে এলে,ওর সঙ্গে দেখা হলে,ওর মুখোমুখি বসলে ভালো লাগায় যেন আমি মরে যাই "
সেই প্রেমের স্রোতে নিজেকে জলাঞ্জলি দিতে ঘর ছেড়ে সুকুদা ছুটে আসে ছুটির দরজায়......
কিন্তু শেষ পর্যন্ত কি মহা মিলনের দ্বারপ্রান্তে এসে পৌছাতে পারে সুকুদা???
মিশে যেতে পারে ছুটিতে???
কিংবা জীবন কি সবসময় একই সরলরেখায় চলে???
জানতে হলে পড়তে হবে " একটু উষ্ণতার জন্য"......
হ্যাপি রিডিং
ফরম্যাটঃPDF পিডিএফ
সৌজন্যেঃFree bangla pdf books
রেজুলেশনঃ ৬০০ DPI
বইয়ের ধরণঃ
EKTU USHNOTAR JONNO : BUDDHADEB GUHA ( বুদ্ধদেব গুহ : একটু উষ্ণতার জন্য )


Meta:
Ektu Ushnotar Jonno by Buddhadev Guha | Free Download,Ektu Ushnotar Jonno By Buddhadeb Guho - Ebook Collection BDDownload or read online
Ektu Ushnotar Jonno by Buddhadeb Guha free., EKTU USHNOTAR JONNO : BUDDHADEB GUHA ( বুদ্ধদেব গুহ : একটু উষ্ণতার জন্য ),Bangla PDF, Free ebooks download ,
bengali book pdf, bangla pdf book ,
bangla pdf book collection,একটু উষ্ণতার জন্য (বুদ্ধদেব গুহ ) ,বাবলি বুদ্ধদেব গুহ,
বুদ্ধদেব গুহর উপন্যাস,
'মাধুকরী' pdf,
বুদ্ধদেব গুহর কবিতা,
বুদ্ধদেব বসুর কবিতা সমগ্র,
বুদ্ধদেব বসুর উপন্যাস,
বুদ্ধদেব বসু pdf,

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top