0


মুক্তিযুদ্ধ আমাদের চেতনা,মুক্তিযুদ্ধ আমাদের গৌরব গাথা এক ইতিহাস। এক লম্বা ইতিহাস। ৪০ বছরের সামনে দাঁড়িয়ে আজ আমরা নানা প্রশ্নবানে বিদ্ধ। চলুন নিজেকেই প্রশ্ন করি,যে মুক্তিযুদ্ধের সঠিক মুল্যায়ন কি আমরা এখনো করতে পারছি? মুক্তিযোদ্ধাদের নেই সঠিক মুল্যায়ন। নেই সঠিক তালিকা। মুক্তিযোদ্ধাদের এখন এক ব্যাগ রক্তের জন্য তাদের সার্টিফিকেট বেঁচতে হয়। তাদের করতে হয় রাস্তায় রাস্তায় ভিক্ষা।আর পায় কিছু মাসিক কিছু ভাতা। আর পাকিস্থানের দালালরা চরে মার্সিডিজ গাড়ি। যুদ্ধাপরাধির বিচার নিয়ে হচ্ছে নানা নাটক।ইতিহাস হচ্ছে বিকৃত। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহী নয়।আমরা  সঠিক ইতিহাসও তাদের সামনে তুলে ধরতে পারছি না।তাদের কথা বাদ দেই।আমরা কয়জন ই বা জানি সঠিক ইতিহাস? মুক্তিযুদ্ধ বিষয়ক কয়েকটা নাটক আর সিনেমা দেখলেই কি সবটা জানা যায়? যাওয়ার কথা না। একটু ভাবুন তো যে মুক্তিযুদ্ধের,যে মুক্তিযোদ্ধাদের জন্য আমরা স্বাধীন দে'শের নাগরিক,আমরা স্বাধীন ভাবে কথা বলছি,স্বাধীন ভাবে কাজ করছি,স্বাধীন ভাবে টিউন করছি,তাদের কথা কি একটু ভাবতে পারিনা? দেশের কিছু ভার্সিটিতে আছে মুক্তিযোদ্ধাদের সন্তান দের জন্য ২-৩টি সংরক্ষিত সিট। মরার পর তারা পায় রাস্ট্রীয় মর্যাদায় দাফন।আর দেই কিছু মাসিক ভাতা। জাস্ট এতটুকু করলেই কি তাদের প্রতি ভালবাসা আর সন্মান দেখানো হয়ে গেল? আসছে ডিসেম্বর মাস,শুরু হলেই শুরু হবে মুক্তিযুদ্ধ আর যোদ্ধাদের নিয়ে টিভি চ্যানেল গুলোতে ধারাবাহিক প্রতিবেদন আর পত্র পত্রিকায় বিশেষ বিশেষ সংখ্যা।মুক্তিযোদ্ধাদের গরু খোঁজার মত, খোঁজা শুরু হয়ে যাবে।এই বাংলাদেশে মুক্তিযোদ্ধা সারা বছর না খেয়ে কস্ট করে। এই বাংলাদেশে মুক্তিযোদ্ধা শীতে কস্ট পায়, শীতে মারা যায়,বিনা চিকিৎসায় মারা যায়। মারা যাবার পর পায় রাস্ট্রীয় মর্যাদায় দাফন। কি সুন্দর!!!!!! তারা আসলে বাঁচার মত বাঁচতে চায়।কোথায় যেন একটা সুন্দর কথা শুনেছিলাম যে তারা রাস্ট্রীয় মর্যাদায় দাফন চায় না, চায় মরার আগে রাস্ট্রীয় খরচে চিকিৎসা।
তারা দেশ স্বাধীন করেছিল কি এই বাংলাদেশের জন্য?
অনেক কথা বললাম,এবার কাজের কথায় আসি। আমরা যারা  মুক্তিযুদ্ধের এত বড় ইতিহাস পড়ার ইচ্ছা হয় না বা সময় পাইনা, তাদের জন্য মুলত আমার আজকের এই টিউন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি বই যেটিতে মুক্তিযুদ্ধের সকল ইতিহাস অত্যান্ত সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে । বইটির নাম "মুক্তিযুদ্ধের ইতিহাস"। লিখেছেন মুহাম্মদ জাফর ইকবাল। তিনি খুব সহজ সরল ভাষায় এবং অত্যান্ত সংক্ষিপ্তাকারে ঘটনার বর্ননা করেছেন। বইটি আমার খুব ভালো লেগেছে এবং আমি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমরা যারা সবসময় কাজে ব্যাস্ত থাকি এবং বই পড়ার সময় খুবই কম,তাদের জন্য বইটি বিশেষ ভাবে উপযোগী। আর যে সকল প্রবাসী টিউনার এবং ভিসিটর, যারা কাজের প্রচন্ড চাপে এবং সময়ের অভাবে এই সব খবরাখবর অতটা রাখতে পারেন না,তাদের অনুরোধ করবো যে বইটি একবার হলেও পড়ে দেখুন। তো আর কথা না বাড়িয়ে চলুন ঝটপট ডাউনলোড করে ফেলুন মাত্র ২০৯KB এর অসাধারন এই বইটি। চলুন মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুটা হলেও জানি।




এরকম আরও প্রয়োজনীয় বই ডাউনলোড  করতে এই সাইটে যান = www.ebookstallbd.blogspot.com
এই সাইটে নিয়মিত বই আপডেট দেওয়া হয় ৷ তাই প্রতিদিন ভিজিট করবেন

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক বা বই, 💻সফটওয়্যার ও 🎬টিটোরিয়াল কালেকশ একসাথে সংগ্রহ করতে!
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
www.ebookstallbd.blogspot.com

 ⓐⓐⓐⓐ

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top