0
এসএসসি প্রস্তুতি - 2017 ( তথ্য ও যোগাযোগ প্রযুক্তি + নৈর্ব্যক্তিক সমাধান)

এসএসসি সাজেশন- 2017 ( তথ্য ও যোগাযোগ প্রযুক্তি )
১। এডোবি ইলাস্ট্রেটর হচ্ছে এমন এক প্রোগ্রাম, যা দ্বারা—
i. ছবি আঁকা যায়
ii. নকশা প্রণয়ন করা যায়
iii. লোগো তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i .ii ও iii
২। ফটোশপ প্রোগ্রামের টুলবক্সের ওপরের অংশে কতটি সিলেকশন টুল আছে?
ক. ৬টি খ. ৫টি
গ. ৩টি ঘ. ৪টি
৩। ফটোশপ প্রোগ্রামে স্ট্রোক কমান্ডের সাহায্যে কী করা হয়?
ক. সিলেকশন বর্ডার দেওয়া হয়
খ. নিউ লেয়ার
গ. লেয়ার প্যালেট
ঘ. ব্যাকগ্রাউন্ড লেয়ার
৪। অবজেক্টের ভেতরের অংশকে কী বলে?
ক. স্ট্রোক খ. স্পেকট্রাম
গ. ফিল ঘ. টুলস
৫। একটি অবজেক্টের প্রান্তরেখাকে কী বলে?
ক. স্ট্রোক খ. স্পেকট্রাম
গ. ফিল ঘ. টুলস
৬। ইলাস্ট্রেটরে নতুন ফাইল খোলার উদ্দেশ্যে নিউ ডয়ালগ বক্স আসবে—
i .ফাইল মেন্যু থেকে নিউ কমান্ড দিলে
ii. ctrl বোতাম চেপে রেখে N বোতাম চাপ দিলে
iii. shift +Alt চেপে রেখে N বোতাম চাপ দিলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i .ii ও iii
৭। অবজেক্টটি একেবারে মুছে যাবে—
i. ইনসার্ট বোতামে চাপ দিলে
ii .ব্যাকস্পেস বোতামে চাপ দিলে
iii. ডিলিট বোতামে চাপ দিলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii ও iii
৮। ইলাস্ট্রেটরে কত প্রকার টাইপ টুল আছে?
ক. ৬টি খ. ৫টি
গ. ৩টি ঘ. ৪টি
৯। ইলাস্ট্রেটরে লাইনগুলোর মধ্যে ফাঁকা জায়গাকে কী বলা হয়?
ক. ফন্ট খ. লিডিং
গ. স্ট্রোক ঘ. সোয়াস
১০। কাট ও কপি করা কোন অবজেক্ট কম্পিউটারের কোথায় জমা থাকে?
ক. ক্লিপবোর্ড খ. বাফার
গ. ক্লিপ ঘ. মেমোরি
উত্তর : ১. ঘ ২. গ ৩.ক ৪.গ ৫.ক ৬.ক ৭.গ৮. ক ৯. খ ১০. ক।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top