0
এইচএসসি পরীক্ষা - ২০১৭ বাংলা ১ম পত্র (বহু নির্বাচনী প্রশ্ন):

১। সুকান্ত ভট্টাচার্য ইংরেজি কোন মাসের ১৩ তারিখে মারা যান?
ক. ফেব্রুয়ারি খ. মার্চ
গ. এপ্রিল ঘ. মে
২।
‘আঠারো বছর বয়স’ কবিতার সর্বশেষ চরণ কোনটি?
ক. এ বয়স তবু নতুন কিছু তো করে
খ. বিপদের মুখে এ বয়স অগ্রণী
গ. এ দেশের বুকে আঠারো আসুক নেমে
ঘ. এ বয়সে তাই নেই কোনো সংশয়
৩। কোন বয়স মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায়?
ক. ১৫ বছর বয়স
খ. ১৬ বছর বয়স
গ. ১৭ বছর বয়স
ঘ. ১৮ বছর বয়স
৪। সুকান্ত ভট্টাচার্য কী দেখে অত্যন্ত আলোড়িত হয়েছিলেন?
ক. বাংলার প্রকৃতি
খ. বাঙালির বিদ্রোহ
গ. বাংলার ঐতিহ্য
ঘ. মহাযুদ্ধের ধ্বংসলীলা
৫। নিম্নে বর্ণিত কোন শব্দটি ভিন্নার্থক?
ক. সংশয় খ. শঙ্কা
গ. সংস্কার ঘ. সন্দিহান
৬। ‘এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে। ’ এতে কোনটি প্রকাশিত হয়েছে?
ক. যৌবনের ইতিবাচক দিকটি
খ. যৌবনের নেতিবাচক দিকটি
গ. যৌবনের কলঙ্ক
ঘ. বার্ধক্যের কলঙ্ক
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আরিফুল ইসলাম দশম শ্রেণির একজন ছাত্র। সে মানুষের বিপদে-আপদে এগিয়ে আসতে ভয় পায়। এই বলে যে অন্যের বিপদ যদি তাকে আঁকড়ে ধরে।
৭। উদ্দীপকের আরিফুল ইসলামের মাঝে ‘ভয়বোধ’ নিম্নে বর্ণিত কোন কবিতার বিরোধী ভাব ধারণ করেছে?
ক. সাম্যবাদী
খ. আঠারো বছর বয়স
গ. সেই অস্ত্র
ঘ. বিভীষণের প্রতি মেঘনাদ
৮। যে কারণে উদ্দীপকে বর্ণিত ভাবনাটি দুঃসাহসিকতার পরিচয় প্রমাণে ব্যর্থ হয়েছে—
i. ভীরুতা
ii. মিথ্যার জড়তায়
iii. কাপুরুষতায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯। ‘হরতাল’ সুকান্ত ভট্টাচার্যের কোন ধরনের রচনা?
ক. কাব্য খ. প্রবন্ধ
গ. ধর্মীয়
ঘ. নাটক
১০। ‘পথ চলতে এ বয়স যায় না থেমে’—কবি এ চরণটিতে নিচের কোন বিষয়কে তুলে ধরেছেন?
ক. দৌড়
খ. দুঃসাহসিকতা
গ. বাধা-বিপত্তি
ঘ. শঙ্কামুক্ত
১১। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি। তাঁদের উভয়ের মধ্যে মিলটি—
i. কাব্যাদর্শে
ii. শ্রেণি চেতনায়
iii. প্রতিভার ব্যাপ্তিতে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i ও iii
১২। ‘এ বয়স কাঁপে বেদনায় থরো থরো’ চরণটিতে বর্ণিত ‘থরো থরো’ কী ধরনের শব্দ?
ক. তৎসম
খ. অর্ধতৎসম
গ. ঋণাত্মক
ঘ. বিদেশি
১৩। বক্তব্য ও চেতনাগত দিক থেকে সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে মিল রয়েছে যে কবির, তিনি হলেন—
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. অমিয় চক্রবর্তী
ঘ. শামসুর রাহমান
১৪। ‘আঠারো বছর বয়স’ কবিতায় চরণের সংখ্যা কত?
ক. ৩২ খ. ৩৩
গ. ৩৪ ঘ. ৩৫
১৫। ‘আঠারো বছর বয়স’ কবিতায় প্রকাশ পেয়েছে—
i. মানুষের বিদ্রোহ
ii. তরুণদের বয়ঃসন্ধিকালীন বৈশিষ্ট্য
iii. তরুণদের সচেতনতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i ও iii
১৬। ‘আঠারো বছর বয়স’ কবিতায় বর্ণিত স্তবক সংখ্যা কতটি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
১৭। ‘মৃত্যু যাহার মুঠিতলে’—কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. মৃত্যুকে ভালোবাসা
খ. মৃত্যুকে ভয় করা
গ. মৃত্যুকে পরোয়া করা
ঘ. মৃত্যু সম্পর্কে বেপরোয়া
১৮। ‘দুঃসহ’ শব্দটি বাংলা ব্যাকরণের কোন নিয়মে সাধিত হয়েছে?
ক. উপসর্গ
খ. অনুসর্গ
গ. সন্ধি
ঘ. সমাস
১৯। ‘আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া’—এ মহান মন্ত্রের বাহন কোনটি?
ক. আত্মত্যাগ
খ. স্বার্থত্যাগ
গ. অর্থত্যাগ
ঘ. বিলাসিতা ত্যাগ
২০। ‘আঠারো বছর বয়স’ কবিতার শেষ চরণটিতে কবি কী করেছেন?
ক. সন্দেহ
খ. আকাঙ্ক্ষা
গ. ভয়
ঘ. শঙ্কা
২১। ‘আঠারো বছর বয়স’ কবিতার সমধর্মী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার নাম হচ্ছে—
ক. বীরপুরুষ
খ. সবুজের অভিযান
গ. বৃক্ষ
ঘ. নির্ঝরের স্বপ্নভঙ্গ
২২। ‘আঠারো বছর বয়স’ কিভাবে নতুন কিছু করতে পারে?
ক. সাহসে
খ. দুঃসাহসিকতায়
গ. শঙ্কায়
ঘ. ক ও খ
২৩। মানবজীবনের কোন সময়ে বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়?
ক. শৈশবে
খ. যৌবনে
গ. কৈশোরে
ঘ. বার্ধক্যে
২৪। আঠারো বছর বয়সে যে কারণে প্রাণের ভয় থাকে না—
i. দুঃসাহসিকতার জন্য
ii. সংগ্রামশীলতার জন্য
iii. সত্যের পথে বলীয়ান হওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫। ‘জ্বলে-পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়’—কবিতাংশটি কার লেখা?
ক. সৈয়দ শামসুল হক
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. মোহাম্মদ মনিরুজ্জামান
ঘ. জীবনানন্দ দাশ
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আরমান মিথ্যা পরাজয় ও জড়তার কাছে কখনোই মাথা নত করে না। কেননা সে মনে করে এ বয়সে সব অসাধ্যই সাধন করা সম্ভব।
২৬। উদ্দীপকের আরমানের সঙ্গে কোন বয়সের সংগ্রামী রূপটি প্রত্যক্ষ?
ক. ১৭ বছরের
খ. ১৮ বছরের
গ. ১৯ বছরের
ঘ. ২০ বছরের
২৭। যে কারণে ‘আঠারো বছর বয়স’ কবিতার ভাব উদ্দীপকের আরমানের মাঝে প্রত্যক্ষ করা যায়—
i. সত্যের পথে সংগ্রামী হওয়ায়
ii. মিথ্যার সঙ্গে সখ্য গড়ে তোলায়
iii. জীবনবাজি রেখে সাহসের কাজ করায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮। সুকান্তের কবিতায় কোন বিষয়টি বিশেষভাবে ফুটে উঠেছে?
ক. স্বাধীনতার জয়গান
খ. তারুণ্যের জয়গান
গ. প্রেমের জয়গান
ঘ. পরাধীনতার জয়গান
২৯। ‘দুর্যোগে হল ঠিকমতো রাখা ভার’ চরণটিতে বর্ণিত ‘ভার’ শব্দ দ্বারা যা বোঝায়—
i. শক্ত
ii. কঠিন
iii. প্রতিকূল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০। কবি সুকান্তের বিদ্রোহী চেতনার প্রকাশভঙ্গি অনেকটা—
ক. রবীন্দ্রনাথ ঠাকুরের মতো
খ. কাজী নজরুল ইসলামের মতো
গ. মাইকেল মধুসূদন দত্তের মতো
ঘ. শামসুর রাহমানের মতো
৩১। কবি সুকান্ত ভট্টাচার্য কৈশোরে কোন মহাযুদ্ধের তাণ্ডবলীলা দেখে আলোড়িত হন?
ক. প্রথম মহাযুদ্ধ
খ. দ্বিতীয় মহাযুুদ্ধ
গ. ভারত-পাকিস্তান যুদ্ধ
ঘ. মুক্তিযুদ্ধ
৩২। ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’—চরণটিতে প্রকাশিত হয়েছে—
i. শঙ্কা
ii. প্রার্থনা
iii. আকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৩। ‘এ বয়সে কানে আসে কত মন্ত্রণা’—এ চরণের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন—
ক. তারুণ্যের ইতিবাচক নানা তত্ত্ব ও ভাবধারাকে
খ. তারুণ্যের দুর্বার গতিকে
গ. তারুণ্যের নির্ভীকতাকে
ঘ. তারুণ্যের স্বপ্নবিলাসিতাকে
৩৪। আঠারো বছর বয়স ভয়ংকর হয়ে উঠে যে কারণে—
i. অন্যায়ে আপসহীনতায়
ii. দুর্বার সংগ্রামে
iii. ক্ষমতার বেড়াজালে পড়ে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৫। আঠারো বছর বয়সীদের মতো আর কারা নিজের আত্মাকে দেশরক্ষার স্বার্থে সমর্পণ করে?
ক. এ দেশের বাঙালিরা
খ. সশস্ত্র বাহিনীর সৈনিকরা
গ. এ দেশের বিদ্রোহী তরুণেরা
ঘ. সব মানুষরা
৩৬। ‘এ বয়স জানে রক্তদানের পুণ্য’—এ কথায় ফুটে উঠেছে নিচের কোনটি?
ক. স্বাধিকার রক্ষায় রক্তদান
খ. উন্নয়নের জন্য রক্তদান
গ. স্বাধীনতার জন্য রক্তদান
ঘ. সত্য, সুন্দর ও কল্যাণের জন্য রক্তদান
৩৭। আঠারো বছর বয়সে বিরাট দুঃসাহসেরা যে কারণে উঁকি দেয়—
i. সংগ্রামশীলতার জন্য
ii. প্রতিকূলতায় মাথা নত করার জন্য
iii. অসত্যে আপসহীনতার মনোভাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৮। ‘আঠারো বছর বয়স’ কবিতায় কোন সময়ের বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে?
ক. বয়ঃসন্ধিকালের
খ. শৈশবকালের
গ. ছাত্রজীবনের
ঘ. সৈনিক জীবনের
৩৯। ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’—এ চরণের ‘আঠারো’ বলতে বোঝায়—
ক. ঔদ্ধত্য
খ. প্রতিবাদ
গ. জাগরণ
ঘ. যৌবন
৪০। ‘দুর্বার’ শব্দ দ্বারা যা বোঝানো হয়ে থাকে—
i. অনিবারণযোগ্য
ii. মিথ্যার কাছে নুয়ে যাওয়া
iii. দুঃসাহসিকতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর : ১. ঘ ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. খ ৮. খ ৯. ক ১০. ক ১১. ক ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. খ ২১. খ ২২. ক
২৩. খ ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. খ ২৯. ক ৩০. খ ৩১. খ ৩২. গ ৩৩. ক ৩৪. ক ৩৫. খ ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. ক ৩৯. ঘ ৪০. খ।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top