হরেক রঙের মানুষ - মুহাম্মদ হাবিবুর রহমান
মুহাম্মদ হাবিবুর রহমানের চিন্তাশীল ও মননধর্মী বহু বই বাজারে আছে। এ বইটির পরিকল্পনা করা হয়েছে সে ধরনের রচনার বাইরের লেখা দিয়ে। তাঁর প্রকাশিত-অপ্রকাশিত-অগ্রন্থিত লেখার এক বিপুল ভাণ্ডার প্রথম আলো-র কাছে রয়ে গেছে। সেখান থেকে ভ্রমণ, গল্প, কবিতা ও অনুবাদের মতো তাঁর স্বল্প জ্ঞাত কয়েকটি লেখা বাছাই করে এ বইয়ে মুদ্রিত হয়েছে। যুক্ত হয়েছে তাঁর ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির স্মৃতিকথাটিও। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের নেওয়া তাঁর একটি দীর্ঘ সাক্ষাৎকারও এ গ্রন্থের মর্যাদা বাড়িয়েছে। এ বইয়ে যা আছে তা মূলত তাঁর জীবনে জড়িয়ে থাকা ও কল্পনায় রূপ পাওয়া নানা রকম মানুষের্ কথা। এসব মানুষের বিচিত্র গল্পে জীবন সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গিটি ধরা পড়েছে। মুহাম্মদ হাবিবুর রহমানের চিন্তা ও আগ্রহের বিচিত্র অভিমুখ সম্পর্কে জানতে এ বই পাঠ করতে হবে।
বইয়ের ট্যাগঃ
একটি মন্তব্য পোস্ট করুন